ওসমানীনগরে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সংবর্ধিত ॥ গ্রামকে শহরে রূপান্তরে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে

26
বালাগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ওসমানীনগর উপজেলার পৈলনপুর ইউনিয়নের বড়হাজী পুর গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী আবদুল মুহিত গাজী সিরাজী’র উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। গণসংবর্ধনা উপলক্ষে ইফতারেরও আয়োজন করা হয়। এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, পৌলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন, ওসি (তদন্ত) মাইনুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের বিপ্লব বইছে। দেশের দরিদ্র মানুষদের যাদের জায়গা আছে, ঘর নেই তাদের সরকার বিনা মূল্যে ঘর তৈরি করে দিচ্ছে। গ্রামকে শহরে রূপান্তরে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন গ্রামে বসেই মানুষ শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। বিজ্ঞপ্তি