জল কাহিনী

7

নূর এ সিকতা :

এই জল বেশিদিন থাকবে না,
এক সময় শুকিয়ে যাবে।
পুড়তে পুড়তে এই দেহ
একদিন শক্ত পাথর হবে।
সেখানে না থাকবে জল,
না থাকবে ভালোবাসার অঙ্কুর।

শক্ত পাথুরে মাটি,
এই মাটি বড়ই অনুর্বর
ফসল ফলে না, বৃক্ষ জন্মে না।
জল জমে না।

বড্ড হাহাকার মরুভূমির যাত্রী
পানি নেই, খরতাপে পুড়ছে সোনার দেহ
ছায়া নেই, দুদণ্ড বিশ্রামের প্রয়োজন
তৃষ্ণায় ধুঁকছে ক্লান্ত শরীর
এই বালুতে জল থাকেনা।