সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

38
অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে মোনাজাতের একাংশ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্ট স্পাইসিতে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল যেন সকল পেশাজীবীদের মিলনমেলায় পরিনত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবরে সভাপতি মুহিত চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ ও কোষাধ্যক্ষ মেহেদী কাবুল। ইফতারের পূর্বে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
প্রেসক্লাবরে সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি অনলাইন প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম¥দ মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী পরিচালক দেবজিৎ সিনহা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, ডিজিএফআই সিলেট অঞ্জলের উপ পরিচালক মাহমুদুর রহমান, এনএসআই সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মো. ওলিউর রহমান, র‌্যার-৯ এর মিডিয়া মনিরুজ্জামান, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মাহবুবুল আলম, এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুছা, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, ব্লাস্ট সিলেটের সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ইসলামী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস পুরকায়েস্থ, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, সিলেট এক্সপ্রেস ডটকম’র উপদেষ্টা সম্পাদক সেলিম আউয়াল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি এমদাদ হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য মুহিবুর রহমান ও দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ওকাস সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, বাংলাদেশ বেতারের প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, ফটো সাংবাদিক দুলাল হোসেন।
এর আগে ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান সিলেট অনলাইন প্রেসক্লাবরে সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে.এ রহিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমদ ওসমানী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুহিত দিদার, কার্যকরি পরিষদ সদস্য ফারহানা বেগম হেনা, জাবেদ আহমদ ও মাসুদ আহমদ রনি। বিজ্ঞপ্তি