ডা: স্যামেুয়েল হ্যানিমান-এর ২৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

23
হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা: খ্রীশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান এর ২৬৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢা. বি. ডি ডা: হাবিবুর রহমান।

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা: খ্রীশ্চিয়ান ফ্রেড্রিক হ্যানিমান-এর ২৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ মে শুক্রবার বিকেলে সিলেটের সাপ্তাহিক হোমিওপ্যাথিক আলোচনা পরিষদের উদ্যোগে সিলেট বিভাগীয় গণ গ্রন্থাগারে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ডা: পরিমল দেবের সভাপতিত্বে ও ডা: রতিশ চন্দ্রের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢা. বি. ডি ডা: হাবিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: বীরেন্দ্র চন্দ্র দেব, ডা: শাহ জামাল উদ্দীন কামলী, ডা: অধ্যক্ষ আব্দুল হান্নান, অধ্যাপক আজাদ আতিকুর রহমান, ডা: আব্দুল আলিম, ডা: নৃপেন কৃশ্ন রায় , ডা: রাশেদা খাতুন, ডা: ফরিদ উদ্দীন আহমদ,আরো বক্তব্য রাখেন ডা: দিলীপ কুমার দাস, ডা: তরনী দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি