সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলতি শিক্ষাবর্ষের ছাত্রবেতন ফি বাতিলসহ ৬ দফা দাবিতে অনলাইন প্রতিবাদ কর্মসূচি পালন

24

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৬ দফা দাবিতে আজ সিলেটে অনলাইন প্রতিবাদ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা। করোনা মহামারীর ফলে এ বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বেতন ফি মওকুফ, অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে এককালীন বৃত্তি প্রদান, ছাত্র ও বেকারদের মেস/বাড়ি ভাড়া পরিশোধে রাষ্ট্রীয় বরাদ্দ, শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহযোগিতা, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা ও বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার দাবিতে অনলাইনে প্রতিবাদ কর্মসূচী পালন করে। এতে সিলেটর নগর শাখার বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ সকল কর্মসূচিতে সংগঠন সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, প্রাক্তন সভাপতি রেজাউর রহমান রানা, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশাত কর সানী, এমসি কলেজ শাখার নেতা সুমিত কান্তি দাস পিনাক, মদন মোহন কলেজ শাখার সংগঠক মো: সাকিব রানা, মঞ্জুর রহমান রিপন, দোয়েল রায়, সুরাইয়া পারভিন আখিসহ অনেকেই অংশ গ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, ‘করোনা মহামারী মোকাবিলায় রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফলে দেশের কোটি কোটি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। পাশাপাশি শ্রমজীবী মানুষ চরম খাদ্য ও অর্থ সংকটে আছে। এসব পরিবারের ছাত্ররা চরম আর্থিক সংকটে আছে বিশেষত যারা টিউশন করে নিজেদের শিক্ষা ব্যয় নির্বাহ করত। ফলে এসব শিক্ষার্থীদের তালিকা করে এককালীন বৃত্তি প্রদান, তাদের মেস/বাড়ি ভাড়া পরিশোধে রাষ্ট্রীয় বরাদ্দ জরুরী প্রয়োজন।’
নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উত্থাপিত ছয়টি দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি