কানাইঘাটে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান পেশ করলেন ইমামগন

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে দেশের প্রতিটি মসজিদে জুম্মর খুতবার সময় ধর্মীয় বয়ান পেশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়ে ছিলেন। প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলার সকল মসজিদে গতকাল শুক্রবার জুম্মার খুতবার সময় ইমামগন জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধর্মীয় আলোকে বয়ান পেশ করেন। পবিত্র ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। যারা ধর্মের নাম ব্যবহার করে রাষ্ট্র ও সমাজ বিরোধী এসব কর্মকান্ডে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবস্থান থেকে গণ সচেতনতা গড়ে তোলার জন্য ইমামগণ আলেম উলামাদের প্রতি আহ্বান জানান। এদিকে পবিত্র মাহে রমজান কে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সকল প্রকার সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধ এবং এধরনের কার্যকলাপের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে পুলিশে কাছে তথ্য দেওয়ার জন্য কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা পরবর্তী বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ।