আকবর এর গ্রেফতারের দাবিতে বন্দরবাজার ফাঁড়ির সম্মুখে বিক্ষোভ

3

স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে ফাঁড়ির সামনে অবরোধ করেছে ছাত্রজনতা। গতকাল বুধবার দুপুরে তারা ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ সিলেটের নেতারা কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভও করেন। তারা বলেন- ঘটনার ১০ দিন পরও কেন কেনো প্রধান সন্দেহভাজন এসআই আকবরকে গ্রেফতার করা হচ্ছে না? তারা জানান- এ ঘটনায় সব দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরদিন রবিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে কেবল টিটুকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে, বরখাস্ত হবার পর থেকে আকবর পলাতক রয়েছে। আকবর ছাড়াও বাকিরা এসএমপি পুলিশ লাইন্সে পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।