একটি বীরের জাতি

30

শাফায়েত হোসেন

স্বপ্নে পোষা রক্তে আঁকা
সবুজ সোনার বঙ্গে,
স্বাধীনতা খেলা করছে
কৃষ্ণচূড়ার রঙে।

আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে
দেশ মহাদেশ ছুটে,
বৃদ্ধ মায়ের কপাট খুলে
বিজয় ধ্বনি ফুটে।

সোনার ছেলে পাখনা মেলে
কাঁজল গাঁয়ে হাঁটে,
স্বপ্ন এঁকে বর্ণমালায়
খেলে সবুজ মাঠে।

জয়ের ধ্বনি হাতছানিতে
মৃদু হাওয়ায় দুলে,
স্বাধীন পাখি গান করে যায়
সূর্যমুখী ফুলে।

দেশ জনপথ স্বাধীন ছোঁয়ায়
দেখলো আলোর বাতি,
বিশ্বজুড়ে সোনার বাংলা
একটি বীরের জাতি।