বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

19

জলাতঙ্ক সম্পর্কে জানুন, ২০৩০ সালের মধ্যে নির্মূল করুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, সুনামগঞ্জ কর্তৃক আয়োজনে র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালীটি জেলা প্রাণি সম্পদ অফিস, নবীনগর থেকে শুরু হয়ে ষোলঘর পয়েন্ট হয়ে আবার জেলা প্রাণি সম্পদ অফিসে শেষ হয়। র‌্যালী পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনুর আক্তার পান্না, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম), সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগার সুলতানা কেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ সদর উপজেলা। মোঃ গোলাম মোস্তফা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সুনামগঞ্জ সদর। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ বেলাল হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, সুনামগঞ্জ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ এম.এ. মোত্তালেব (হাবিব), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সুনামগঞ্জ সদর। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে জলাতঙ্ক বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ডাঃ এ.কে.এম লুৎফুজ্জামান (জামান), ভেটেরিনারি সার্জন, জেলা প্রাণী সম্পদ হাসপাতাল, সুনামগঞ্জ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী নুর। আরডিএসএ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার সহ প্রাণী সম্পদ বিষয়ক বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় কর্মরত কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি