অপহৃত পরিবহন শ্রমিক উদ্ধার

25

মো. তিতাস খান নামের এক পরিবহন শ্রমিক নেতাকে উদ্ধার করেছেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট ৭০৭) এর অন্তর্ভূক্ত শাহী ঈদগাহ উপ-কমিটির নেতৃবৃন্দ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করেন নেতৃবৃন্দ। তিতাস খান সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট ৭০৭) এর অন্তর্ভূক্ত শাহী ঈদগাহ উপ-কমিটির নব নির্বাচিত মেম্বার।
শাহী ঈদগাহ উপ-কমিটির সম্পাদক বরকত উল্লাহ জানান, গত ২৩ মার্চ শনিবার রাত ৮টায় মোটরসাইকেল যোগে জোরপূর্বকভাবে তাকে তুলে নিয়ে যায় ৫/৭ চাঁদাবাজ। মো. তিতাস নগরীর আম্বরখানা পয়েন্টে অটোরিক্সা-সিএনজির শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ করে একদল চাঁদাবাজ তাকে জোরপূর্বকভাবে ধরে নিযে যায়। এ সময় তার সাথে থাকা গত ৫ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয় চাঁদাবাজরা। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ আঘাত করে ইলেকট্রিক সাপ্লাই রোডে ফেলে যায়। এসময় শাহী ঈদগাহ উপ-কমিটির সদস্যরা ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করান। বর্তমান তিনি চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলে জানান শাহী ঈদগাহ উপ কমিটির নেতৃবৃন্দ। এ ঘটনায় কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দরা বলেন, এসব চাঁদাবাজদের কারণে আজ পরিবহন শ্রমিকরা চরমভাবে নির্যাতিত। বিজ্ঞপ্তি