বিশ্ব যক্ষা দিবসের অনুষ্ঠানে ডা. ইহতেশামুল হক দুলাল ॥ সকল যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় আনতে হবে

65
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট সিভিল সার্জন এবং সহযোগী সংস্থার সমূহের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় সিলেটেও গতকাল বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। সকালে সিলেট সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, ভয়াবহ আকারে যক্ষ্মার প্রকোপ থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে সকল যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় আনতে হবে। আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে, যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে সকলের সাহায্য সহযোগিতায় যক্ষ্মা বিষয়ে গণসচেতনতা মূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে।
র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম প্রাঙ্গণে রঙিন বেলুন উড়ানোর মধ্য দিয়ে র‌্যালিটি শেষ হয়। র‌্যালি পরবর্তীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার লোক যক্ষ্মায় আক্রান্ত হয়ে ৫৯ হাজারের বেশী যক্ষ্মা রোগী মৃত্যুবরণ করে। ২০১৮ সালে সর্বমোট ১,১৪৭ জন ঔষধ প্রতিরোধী যক্ষ্মা (এমডিআর) রোগীকে নিবন্ধিত করে চিকিৎসার আওতায় আনা হয়েছে। সিলেটে ২০১৮ সালে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে মোট ৭,৪৪৯ জন যক্ষ্মা রোগী সনাক্ত করে চিকিৎসার আওতায় আনা হয়েছে। ৪,৭৪৬ জন সন্দেহজনক যক্ষ্মা রোগীকে (জিন এক্সপার্ট লেবরেটরি) পরীক্ষার করে ৪৯ জনকে ঔষধ প্রতিরোধী যক্ষ্মা (এমডিআর) রোগী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সিলেট সিভিল সার্জন কার্যলয়ের মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, সিলেট বক্ষ ব্যাধী হাসপাতালের কনসালট্যান্ট ডা. মো. জাকারিয়া মাহমুদ, ব্রাকের ডিভিশনাল ম্যানেজার মো. জাফরুল আলম প্রধান, নাটাবের জেনারেল সেক্রেটারি অমরেন্দ্র দেব রায় প্রদীপ। বিজ্ঞপ্তি