কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

28

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ মতবিনিময় সভা হয়। আগামী মতবিনিময় সভায় বিদ্যালয়ের পুনর্মিলনীর তারিখ ঘোষণা করা হবে।
সভায় সর্বসম্মতিক্রমে মারিয়াম চৌধুরী শাম্মীকে আহ্বায়ক ও ফার্নাজ রহিম জিদানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, প্রধান উপদেষ্টা গৌরা ঘোষ, উপদেষ্টা নাজনীন হোসেন, সমন্বয়কারী রানা ফেরদোস চৌধুরী, যুগ্ম সচিব শাহানারা জামাল।
প্রধান শিক্ষক গৌরা ঘোষের সভাপতিত্বে ও ফার্নাজ রহিম জিহানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাজনিন হোসেন, রানা ফেরদোস চৌধুরী, মারিয়াম চৌধুরী শাম্মি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিরিন বেগম, শ্যামলী সাংমা, মাহমুদা নাজিম রুবি, রওশন আরা জেসমিন রহমান, আম্বিয়া খানম শিকদার, মাধবী সেন গুপ্তা, আল্পনা ভট্টাচার্য্য, সানসাবিল জাহান, লাভনী আক্তার তান্নী, নিলিমা আক্তার নিলা, রহিমা বেগম রুশী, নবিয়া আক্তার ঝুমা, মোহনা আক্তার নিশা, শামীমা আক্তার শাম্মী, সানজিদা বেগম, তাহমিনা চৌধুরী, প্রেইজী সিনহা এমি, আরতি সিনহা, সায়মা খান, জামিয়া মমতাজ সিমা, হাজেরা বেগম সুমি, পূজা চক্রবর্তী, ফাতেমা বেগম, রিফাহ তাসনিয়া আনিকা, মারজানা জাহান লিমা প্রমুখ। বিজ্ঞপ্তি