জগন্নাথপুরে রাধারমণ পরিষদের মতবিনিময়

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো স্থানীয় কেশবপুর বাজারের পাশে আগামী ৯ ও ১০ নভেম্বর ২ দিন ব্যাপী মরমি সাধক কবি ও এশিয়া মহাদেশের ধামাইল গানের জনক রাধারমণ দত্ত পুরকায়স্থ এর প্রয়াণ দিবস উপলক্ষে রাধারমণ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে ৩০ অক্টোবর শনিবার সন্ধ্যায় পরিষদের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাধারমণ পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক মোঃ জিলু মিয়া। বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি আছকির আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শিশু, কোষাধ্যক্ষ চুনু মিয়া, প্রচার সম্পাদক রিপন মিয়া, পরিষদ নেতা টুনু মিয়া, তোতা মিয়া, প্রবীণ মুরব্বি মিরাস আলী, সমাজকর্মী লিটন মিয়া, আনোয়ার হোসেন, রুহিন মিয়া, আলমগীর হোসেন, মখলিছ মিয়া, মুহিম আলী, মোহাম্মদ আশরাফ, বুতুর উদ্দিন, দবির হোসেন, হারিছ আলী প্রমুখ। সভায় রাধারমণ উৎসবটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন সহ দেশ-বিদেশে থাকা সকল শুভাকাঙ্খিদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।