একলা পথের কবি

26

আব্দুল্লাহ আল তুহিন

একলা পথের কবি আমি
একা পথে যাই,
শুনি নাতো শাসন-বারণ
একাই গান গাই।

ইচ্ছে হলে ছুটে যাই
ওই আকাশের দূরে,
আপন বনের রাজা হবো
হাজার স্বপ্ন কুড়ে।

একলা পথের কবি আমি
ইচ্ছে হলে লেখি!
নিজের মতো আপন করে
রঙিন স্বপ্ন আঁকি।

আমার লেখা ছন্দ-ছড়া
সবার ভালো লাগে,
জানবে আমি রঙিন কবি
মরণের একটু আগে।