মহান নেতা

42

আহমেদ কবির

একটি শিশু জন্মেছিল
টুঙ্গিপাড়া গ্রামে,
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর নামে।

বাংলা মায়ের দুঃখ গেল
তার সুবাদে ঘুচে,
সাতই মার্চের সেই ভাষণে
ঘরে মুক্তি পৌঁছে।

বীর বাঙালি ঐক্য হতে
জ্বালাময়ী ভাষণ,
ছোট-বড় সব মনে তাই
মহান নেতার আসন।

মুক্তিকামী বীর বাঙালি
পেয়ে নেতার সাড়া,
অস্ত্র ধরে যুদ্ধ করে
পাক-সেনাদের তাড়া।