একটানা ৪ দিন ছুটি হওয়ায় সিলেটমুখী পর্যটকরা

37

স্টাফ রিপোর্টার :
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে বছরের এই সময়ে দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসেন বেড়াতে। ভ্রমণ পিপাসুদের পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য পছন্দের তালিকায় প্রথমে চলে আসে সিলেটের নাম। তাইতো প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে প্রতি বছরের মতো এবারো সিলেটে পর্যটকদের ঢল নেমেছে।
প্রতি বছরের ন্যায় এবারও প্রকৃতিপ্রেমীরা ভীড় জমিয়েছেন সিলেটের নান্দনিক এলাকায়। তবে- এবার সিলেটে পর্যটক বেশী।
আজ শুক্র ও শনিবার সাধারণত সরকারি ছুটি, রবিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছুটি এবং পরদিন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এই একটানা ৪ দিন ছুটি হওয়ায় পর্যটকরা সিলেটে আসার প্রস্তুতি নিয়েছেন।
ইতোমধ্যে সিলেটের কয়েকটি হোটেলে আলাপ করে জানা যায়, অগ্রিম রুম বোকিং করা হয়েছে। অনেক হোটেলে থাকার জায়গা আর নেই। অর্থাৎ আর বুকিং দেওয়ার মতোও কোন রুম নেই। তাই এ ৪দিন ছুটিতে সিলেটে আসতে পর্যটককে রুম বুকিং দিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। নতুবা আগের মতো পর্যটকরা চরম ভুগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।