বিয়ানীবাজারে রোটারী ক্লাবের সেলাই মেশিন বিতরণ

16

বিয়ানীবাজারে কর্মহীন গরীব মানুষকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গত ৯ মার্চ শনিবার রাত ৯ টায় বিয়ানীবাজার পৌরসভা সদরের স্পাইস রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বিয়ানীবাজারের জলঢুপ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও হোপ ফর দ্যা নিডি অর্গানাইজেশন ইউকের ট্রাষ্টি আব্দুর রহিম এর অর্থায়নে এলাকার কয়েকজন গরীব পরিবারের সদস্য এবং দর্জি বিজ্ঞানে প্রশিক্ষিতদেরকে এই সেলাই মেশিন প্রদান করা হয়। বিয়ানীবাজার রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রজেক্ট চেয়ারম্যান ও ক্লাব ট্রেজারার রোটারিয়ান আলাল উদ্দিন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুক্কুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সুরমা’র রোটারিয়ান পিএজি ফয়ছল আহমদ, রোটারিয়ান পিএজি খায়রুল জাফর চৌধুরী, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মো: এ এইচ আর রব্বানি জাহাঙ্গীর, রোটারিয়ান এস এম আব্দুল হাই পীর, রোটারিয়ান আহমেদ হোসেন কয়েছ, রোটারিয়ান পিপি ছাব্বির আহমদ, পিপি রোটারিয়ান সালেহ আহমদ, পিপি রোটারিয়ান ফখর উদ্দিন, আইপিপি রোটারিয়ান মো: নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল, সেক্রেটারি রোটারিয়ান আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ডাঃ আবু ইসহাক আজাদ, রাজকুমার কর রাজন, রোটারিয়ান জানে আলম, রোটারিয়ান জামিল হোসেন, রোটারিয়ান দিবাকর পাল, রোটারিয়ান আনোয়ার হোসেন, রোটারিয়ান সুলতান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বাবুল হোসেন, জামাল হোসেন, বেলাল আহমদ। বিজ্ঞপ্তি