নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন আগামীর অভিভাবক

35

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
রাত পোহালেই নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামীলীগ ও বিদ্রোহী দুই প্রার্থী সম্পর্কে তালই ও পুত্রা হওয়ায় এখন উপজেলা জুড়ে একটি প্রশ্ন কে হচ্ছেন নবীগঞ্জ উপজেলার আগামী অভিভাবক এ নিয়ে সারা উপজেলা জুড়ে চলছে চুল ছেড়া বিশ্লেষণ। শহর, পাড়া, মহল্লা মুখরিত আগামী উপজেলা নির্বাচনের প্রার্থীদের আমলনামা নিয়ে করছেন আলোচনা সমালোচনা। শুক্রবার রাত থেকেই বন্ধ হচ্ছে প্রার্থীদেও প্রচার প্রচারণা। এর আগে রাত ১ থেকে ২টা পর্যন্ত প্রচারণা করতে দেখা গেছে। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই অন্যান্য প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের পদে লড়াই করছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী (নৌকা), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে পুরোধমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত গোলাম সারোয়ার হাদী গাজির স্ত্রী গাজী খালেদা সারোয়ার (দোয়াত কলম), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই (কাপ-পিরিচ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন হায়দর মিয়া (লাঙল) ও ইসলামী ঐক্যজোট মাওলানা আবু ছালেহ (মিনার)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (টিউবওয়েল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ (তালা), উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের (উড়ো জাহাজ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুরাদ আহমদ (লাঙ্গল), আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ (চশমা), ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ ফারকানী (মিনার)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান (মহিলা) ভাইস চেয়ারম্যান নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা নাজমা বেগম (হাঁস), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী সাজেদা মজিদ (কলস)। ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলা। এই উপজেলায় পুরুষ ভোটারের সংখ্যা ১১৫৮৩০ ও মহিলা ভোটারের সংখ্যা ১২০৩৭৩ মোট ভোটার ২৩৬২০৩ জন। এদিকে বিএনপি নির্বাচনে না আসায় গত নির্বাচনে তৃতীয় হওয়া বর্তমান চেয়ারম্যানের পুত্রা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম সাথে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী এডঃ আলমগীর হোসেন চৌধুরীর। উপজেলা জুড়ে এবারও সবার মুখে মুখে একই আলোচনা কে হচ্ছেন নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান তালই না পুত্রা।