রক্তের বারি ধারা

41

হাসান মাহমুদ বজ্র

তাজা রক্তের তীব্র চিৎকারে খণ্ড বিখণ্ড সব
কাঁপছে রাজ প্রাচীর,
মারবেল পাথর আর চকচকে টাইলস।
তীব্র ধ্বনি প্রতিধ্বনিতে ফাটল ধরেছে বসুধার দেহ
বাতাসের গায়ে ঝাঁঝালো গন্ধ
আর উদার আকাশের গা ছিড়ে গড়িয়ে পড়ছে রক্ত।
রক্তের বারি ধারা।
আষাঢ় শ্রাবণের মতো।
শোষণের সংগমে উত্তাল পারাবার
আর রক্তে থৈথৈ চারিধার
সংস্কৃতি আর সভ্যতার গায়ে
জড়িয়ে আছে আষাঢ় শ্রাবণ
রক্তের বারি ধারা।
দ্যুলোকের চাঁদ এখন প্রতহ্য রাতে কাঁদে,
নিশি প্রস্রব করে বিষাক্ত অশ্রু বিন্দু
সভ্যতার ওরসৈ জন্ম নেওয়া সংস্কৃতির বিষাক্ত সংগমে
এক জারজ। একটি বীর্যের জীবন।
ছায়াচন্ন তমস্রার জালে জড়ানো একটি পৃথিবী,
পঁচা, উলঙ্গ, কামে তিক্ত, অর্ধপতনের এক নষ্টা ভূবন।