নিউইয়র্কে বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন

186

কাজিরবাজার ডেস্ক :
বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর অসামান্য অবদানে জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছিলো। দেশ ও জাতির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। জেনারেল ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্মবোধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাতেই তাঁর মৃত্যুবার্ষিকী পালন স্বার্থক হবে। জেনারেল ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি রবিবার এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্টে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম এ কথা বলেন।
সংগঠনের সভাপতি বশির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল, আসন্ন স্পেশাল নির্বাচনে নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল আবু শেখ, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর স্মৃতি স্মৃতি সংসদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী ও আবদুল কাদির, কমিউনিটি এক্টিভিস্ট আজিমুর রহমান বুরহান, মাসুদুল হক সানু, এমাদ চৌধুরী, কুদরত আলী, চমন এলাহী, ফজলু মিয়া, হাজী জামাল আহমদ, মহি উদ্দিন মাহি, সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন, হাজি মনির আহমেদ, সংগঠনের উপদেষ্টা আবদুল কাদির, আবদুল মান্নান, কাজী অদুদ আহমেদ, আবদুস ছালিক, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সংগঠনের সহ সভাপতি ফখরুল চৌধুরী মিসলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক (ফারুক মিয়া), ফুলকাছ মিয়া, ফখরুল চৌধুরী, মাসুম আহমেদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন নুরুল ইসলাম আমির। অনুষ্ঠানে ওসমানীনগর সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি