নির্ধারিত সময়ে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন

5

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বর্ধিত সময়ে সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটি। শনিবার সকাল ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী ২০২০-২০২১ অর্থ বছরে সুনামগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ/মেরামতকল্পে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও বর্ধিত সময় ৭ মার্চের মধ্যে একটি বাঁধেরও শতভাগ কাজ শেষ হয়নি। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, পাউবো পিআইসি পদ্ধতিকে বিতর্কিত করতে এসব কাজ করছে। পাউবো সঠিক সময়ে কোন পিআইসিকে কার্যাদেশ দেয়নি। এবার অপ্রয়োজনীয় বাঁধের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে। অভিযোগ উঠেছে অনেক উপজেলায় একব্যক্তি একাধিক বাঁধের নিয়ন্ত্রণ নিয়েছেন। পরিবার মিলে কোটি টাকার প্রকল্পের কাজ করছেন। গণশুনানির মাধ্যমে এলাকার মানুষদের উপস্থিতিতে পিআইসি গঠন না করায় বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। এবার হাওর ডুবি হলে পাউবো ও জেলা প্রশাসনকে দায় নিতে হবে।