গোলাপগঞ্জে যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা

40

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের বাঘায় স্থানীয় ফুটবলার জাহেদের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও দু’চোখ নষ্টের ঘটনায় বাঘাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাঘা বটরতল বাজারে স্থানীয় গ্রামবাসীর ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে ও সামাজিক সংগঠক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কাপ্তাই ইউপির সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী মস্তফা আহমদ, স্থানীয় শিক্ষক বাহা উদ্দিন, সাদ উদ্দিন, বাঘা ইউপির সাবেক মেম্বার সেলিম উদ্দিন, সামাজিক সংগঠক নুরুল ইসলাম, উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দৈনিক জালালাবাদ পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আহাদ। সভায় বক্তারা হুন্ডি চোরাকারবারি ছানুসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও মূল হোতা ছানুর ফাঁসির দাবী করেন। প্রতিবাদ সভা শুরু হওয়ার পূর্বে স্থানীয়রা বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল সহকারে হুন্ডি ব্যবসায়ী ছানুর ফাঁসির শ্লোগান নিয়ে পথসভায় মিলিত হন। প্রতিবাদ সভায় বাঘাসহ উপজেলার শতশত লোক উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে বাঘা পরগনা বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভার সভাপতি সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন ওই প্রতিবাদ সভায় পরবর্তী প্রতিবাদ সভার এ কর্মসূচী ঘোষণা করেন।