সংসদে গেলে অবহেলিত কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকার আদায়ে চেষ্টা করবো – তাহুরুল হক জকিগঞ্জী

26

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১-সদর-মহানগর আসনে মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা তাহুরুল হক জকিগঞ্জী বলেছেন, যুগ-যুগ ধরে কওমী শিক্ষার্থীরা অবহেলিত। তাদের শিক্ষার কোনো মূল্যায়ন নেই। বর্তমান সরকার তাদের শিক্ষার স্বীকৃতি টুকু দিয়েছে, এজন্য শত ধন্যবাদ। কিন্তু কওমী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ চাওয়া-পাওয়া ও অধিকার আদায়ের জন্য জাতীয় সংসদে তাদের নিজস্ব প্রতিনিধি থাকা দরকার। একজন কওমী মাদ্রাসা পড়–য়া হিসাবে আমি সংসদে গেলে অবশ্যই কওমী শিক্ষার্থীদের কর্ম সংস্থান ও তাদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করবো।
তিনি (১৩ নভেম্বর) মঙ্গলবার নগরীর উপশহর জামিয়া লুগাতুল আরাবিয়ার আল-দাওয়াত ছাত্র সংসদ এর কৃতী ও মেধাবী ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন জামেয়ার শিক্ষা সচিব ও আল-দাওয়াত ছাত্র সংসদের ভি.পি মাওলানা ইকরাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা শাহিদ আহমদ, মাওলানা জাবির আহমদ, মাওলানা শাহজাহান আহমদ, হাফিজ মুস্তাফিজুর রহমান, আল-দাওয়াত ছাত্র সংসদের জি.এস মাওলানা শাহ নেছার আহমদ, শুয়াইব খান, শামসুজ্জোহা, নাছির উদ্দিন, হোসাইন মাহমুদ, সালমান আহমদ, মোস্তফা আজিজ নাঈম, হাফিজ ইমন আহমেদ, আশরাফুল হাসান আদিল, মারুফ হাসান, আহসান হাবিব, মাহদি হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি