ভেজাল সার বিক্রয় বন্ধের দাবিতে কৃষক সমাবেশ ও মানববন্ধন

22
ভেজাল সার বিক্রয় বন্ধ ও সরকার নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে বিক্রয়ের প্রতিবাদে সর্বস্তরের কৃষকবৃন্দের উদ্যোগে টুকেরবাজার তেমুখী পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সিলেটে ভেজাল সার বিক্রয় বন্ধ ও সরকার নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে বিক্রয়ের প্রতিবাদে সিলেটের সর্বস্তরের কৃষকবৃন্দের উদ্যোগে কৃষক সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরতলীর টুকেরবাজার তেমুখী পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কৃষক সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মো. আব্দুল বাছিত, প্রদীপ চন্দ্র চন্দ, মো. সানাহর আলী, মইনুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম জাকির, মো. এনাম আহমদ, মো. জমির উদ্দিন, মো. সইদুর রহমান, মো. ফখর উদ্দিন, মো. সালেহ আহমদ, মো. সারওয়ার হোসেন, মো. জামাল আহমদ, মো, সানুর আহমদ, মো. সুজন আহমদ, মো. ফারুক আহমদ মো. রাসেল, মো. শাহারীয়া, মো. রাহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি