গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি

15

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে। উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে স্বাভাবিক। বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
চলতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারীভাবে প্রাথমিক পর্যায়ে ১৮টন এবং ২য় পর্যায়ে সাড়ে ১৩ টন চাল বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধি তা বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়া ৪ হাজার ৫ শত পরিবারের মধ্যে ৩০ কেজি করে ভিজিএফ চালের তালিকা তৈরি করা হয়েছে। আগামী সপ্তাহে এসব পরিবারে চাল বিতরণ করা হবে।
শুক্রবার সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী উপজেলার আলীর গাঁও ইউনিয়নের বুদিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মধ্যে জিআর চাল বিতরণ করেন।