উড়াও নিশান

36

মিজানুর রহমান মিজান

বাংলা আমার জন্মভুমি আমি বাঙালি
এ ভাষাতেই গান লিখি কণ্ঠে সুর তুলি।
মা মা বুল খোকার ভালবাসা
মিটায় আশা, থাকে না পিপাসা
হাসি কান্নায় গায় কচি বুলবুলি।

এ ভাষা গর্ব আমার অহংকার
আঁধারে চাঁদের আলো জোছনার
বিপদে আপদে রাখে মায়ার আঁচল তুলি।

বিশ্বের যেথায় যাই গাই বাংলার গান
সবুজ পতাকায় দেখি বাংলার সম্মান
বুকে জুগায় সাহস প্রাণ খুলি।

ভাষার তরে প্রয়োজন
চাই সবার সচেতন তনুমন
যথার্থ ব্যবহার আকিঞ্চন
উড়াও নিশান রঙ্গিন পাল তুলি।