তাহিরপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষার্থী আটক

67
প্রতিকী ছবি।

তাহিরপুর থেকে সংবাদদাতা  :
তাহিরপুর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাঈম মিয়া (১৭) নামে শিক্ষার্থীকে আটক করেছে সুনামগঞ্জ র‌্যাব-৯। সে উপজেলার জয়নাল আবেদিন মহাবিদ্যালয়ের ইন্টারমেডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ও উজান তাহিরপুর গ্রামের বিপ্লব মিয়ার ছেলে।
জানা যায়, শিক্ষার্থী নাঈম মিয়া ৩ ফেব্র“য়ারি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের নৈবত্তিক প্রশ্নপত্র শেয়ার করে। পরবর্তীতে র‌্যাব ৯-সুনামগঞ্জের এসআই নাজমুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রবিবার বিকাল ৪ টায় নাঈম মিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। রবিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে নাঈম মিয়া (১৭) কে আসামী করে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০এর ৪(ক) (খ) ধারায় তাহিরপুর থানায় মামলা দায়ের করে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান আসামীকে দুপুরে সুনামগঞ্জে আদালতে পাঠানো হয়েছে।