সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম

9
সিলেটে ট্রাফিক ব্যবস্থার সচেনতা বৃদ্ধিমূলক কার্যক্রম শুরুতে কর্মরত ট্রাফিক পুলিশ।

স্টাফ রিপোর্টার :
সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নগরীর হুমায়ূন চত্ত্বরে সিলেট ট্রাফিক বিভাগের আয়োজনে কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সচেতনতাবৃদ্ধিমূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ট্রাফিকের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার) নিকুলিন চাকমা।
এ সময় তিনি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করা সহ হেলমেট পরিধান করে মোটরবাইক চালানো, যত্রতত্র যানবাহন পার্কিং না করা এবং যানবাহনের বৈধ কাগজপত্র সাথে রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন। কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল।
তিনি বলেন, সকলের সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। ট্রাফিক আইন মেনে যাতায়াত করলে সড়ক দুর্ঘটনা কমে যাবে।
এছাড়াও বক্তব্য রাখেন- সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান, মাহবুব রব্বানী, ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক জুম্মান আহমদ, উপ-সহকারী প্রকৌশলী সাফায়েত আহমদ, আবু সাইদ প্রমুখ।