দেশকে এগিয়ে নিতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে – বিভাগীয় কমিশনার

34
সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে দেশকে এগিয়ে নিতে আজকের শিক্ষার্থীদের খেলাধূলার পাশাপাশি ভালোভাবে লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীর উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন দেশের আগামী নেত্বত্ব তোমাদেরকেই দিতে হবে। গত রবিবার সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেছবাহ্ উদ্দিন চৌধুরী একথা বলেন। পূর্ব শাহী ঈদগাস্থ কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মন্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয় তা বাস্তবে রূপ লাভ করেছে আমাদের শিক্ষার্থীদের এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ অতিথি নর্থ ইষ্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আতফুল হাই শিবলী বলেন দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, বিশেষ অতিথি সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেন আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যত বাংলাদেশের কর্ণদ্বার। বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ হারুনুর রশিদ বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সকলকে সম্মেলিতভাবে কাজ করতে হবে। বার্ষিক অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রভাষক আবু আব্দুল¬াহ মোঃ ফজিল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাহমুদা খানম ও মোঃ আবু তাহের। বিজ্ঞপ্তি