পিপাসী

46

মিজানুর রহমান মিজান

কার ধ্যানে আছ বসে
জল ভরনা সঙ্গের কলসে
আনমনা গান গাও ওগো এলোকেশী।।

ভাবছ তুমি নিয়ে যারে
সে কি আসবে এ তীরে
না আসিলে কলংক মালা বানাবে উদাসী।।

হয়তো দুরে বসে বাজায় বাঁশি
তোমায় করে কুল বিনাশি
অন্যের সঙ্গে হয়ে সঙ্গি যাচেছ তার নিশি।।

বসেছ তুমি যারে মালা দেবার আশায়
অন্যের গলে হয়তো সে মালা পরায়
কুলমান হারিয়ে অবশেষে তুমি পিপাসী।।