গ্রেফতারকৃত নেতাকর্মীদের ভোটপ্রদানের দাবি জানালেন নজির হোসেন

44

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
মিথ্যা বানোয়াট রাজনৈতিক মামলাগুলোতে গ্রেফতার বন্ধ করে আসামীগণকে ভোট দিতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জেলা রিটার্নিং অফিসার বরাবওে আবেদন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-০১ আসনের প্রার্থী নজির হোসেন।
আবেদনে তিনি উল্লেখ করেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর) নির্বাচনী এলাকায় আমার প্রচারণায় মারাত্মক বিঘœ সৃষ্টি করছে। দিন দিনই মামলা হামলা হুমকি, পুলিশী হয়রানিতে আইন শৃঙ্খলার পরিবেশ নষ্ট হচ্ছে তাই জরুরী ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখার জন্য তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা সু-দৃষ্টি কামনা করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মিথ্যা বানোয়াট রাজনৈতিক মামলাগুলোতে গ্রেফতার বন্ধ করে নেতাকর্মীদের ভোট দেওয়ার সুযোগ দানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজার রাখার জন্য জোর দাবি জানান।