সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ২ টি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

13

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের সার্জারী বিভাগের প্রধান, চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমদের নেতৃত্বে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফলভাবে দুইজনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে, তারা দুইজনই সিলেট শহরের শেখঘাটের বাসিন্দা, একজন মাসুদ আহমদ (৫৭) আর অপরজন রনধীর চন্দ্র দে(৫৮)।
উক্ত টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চীফ এনেস্থিসিওলজিষ্ট -সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ সুমন শিকদার, সহকারী অধ্যাপক ডাঃ ইফতেখার রাজা চৌধুরী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মীর আরিফুল হক, রেসিডেন্ট কার্ডিয়াক ইনটেনসেভিস্ট ডা. মাজারুল ইসলাম, রেজিস্ট্রার ডা. আল মামুন, সিনিয়র স্কার্ব নার্স-মারিয়া কোস্তা,পারফিউসনিস্ট অঞ্জনা বৈরাগী এবং অপারেশন থিয়েটার সুপারভাইজার হাসানুজ্জামান।
আজ বুধবার আরও ২ জনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তি