বৃষ্টি উপেক্ষা করে নগরীতে নৌকার পক্ষে গণসংযোগ ॥ সিলেটে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে নৌকার গণজোয়ার আরো বেগবান হবে

63
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনী (নৌকা) প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর সিলেটে আসবেন। নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার আরো বেগবান হবে।
তিনি মঙ্গলবার সকালে নগরীর ২৫নং ওয়ার্ডের কায়স্তরাইল নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। সকাল সাড়ে ১১টায় বৃহত্তর তোপখানা ও কাজিরবাজার এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় আফসার উদ্দিনের বাসায় মতবিনিময় সভা করেন। দুপুর সাড়ে ১২টায় নগরীর করিম উল্লাহ মার্কেটে গণসংযোগ ও আগপাড়া এলাকার চারটি কলোনীতে গণসংযোগে যান ড. এ কে আব্দুল মোমেন। বিকেল সাড়ে ৩টায় নগরীর ৮নং ওয়ার্ডের পাঠানটুলায় উঠান বৈঠক ও পথসভা করেন তিনি। সন্ধ্যা ৬টায় নগরীর বালুচর চন্দনটোলা এলাকায় গণসংযোগ ও মতবিনিময়, রাতে সদর উপজেলার বড়শালা, রঙ্গিটোলা ও রাত ৯টায় পীরেরগাঁও এলাকায় জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার রাতে নগরীর বালুচরে আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহ মোশাহিদ আলীর বাসায় দু’টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে সভা করেন ড. মোমেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যক্ষ সুজাত আলী রফিক, নুরুল ইসলাম পুতুল, সৈয়দ এপতার হোসেন পিয়ার, সুদীপ দে, ফজলুর রহমান, মনিরুজ্জামান সেলিম, আব্দুস সালাম, শেখ ময়ফল রাজা বাদশা, আব্দুর রাজ্জাক খান রাজা, সাব্বির আহমদ, জাতীয় পার্টির নেতা ইফতেখার আহমদ লিমন, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সিকন্দর আলী, কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী শামিমা শাহরিয়ার, মহানগর কৃষকলীগ সভাপতি আব্দুর রকিব বাবলু, ব্যবসায়ী আতাউল্লাহ সাকের, সানাউল্লাহ ফাহিম, ব্যবসায়ী জামাল মিয়া, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সাবেক কাউন্সিলর চন্দন রায়, ছাত্রলীগ নেতা এ কে এম মাহমুদুল হাসান সানী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ সুমিত, জুমাদিন আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিদ্দেক আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, টলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, শ্রমিক নেতা রাজু গোয়ালা, ইন্দ্রানি সেন, ইউপি সদস্য তুহিন আহমদ চৌধুরী, জেসমিন বোখারী, তারা মিয়া, আব্দুল মালেক, আফতাব উদ্দিন, এএইচএম মালিক ইমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা এমরান আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমদাদুল হক জাহেদ, শাফায়াত খান প্রমুখসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি