বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আটক

27

ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি জাকারিয়া আহমদকে সিলেট নগরী থেকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার সাব ইন্সপেক্টর (এস.আই) জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আটক জাকারিয়া আহমদ উপজেলার শ্রীধরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে গত ১মার্চ রাতে উপজেলার শেওলায় বাসে অগ্নিসংযোগ ঘটনার দায়ের করা মামলার ২নং আসামী বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানিয়েছেন, জাকারিয়ার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ৫টি সহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য সাময়িক সিলেটস্থ ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এদিকে সরকারি কলেজ শিবিরের সভাপতি জাকারিয়া আহমদকে আটকের তাৎক্ষণিক নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে তাকে নিশর্তঃ মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাদিকুর রহমান ও উত্তরের সভাপতি জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি