নির্বাচনী প্রচারণা করতে গিয়ে হঠাৎ অসুস্থ ডা. জাফরুল্লাহ

183
গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা, জাফরুল্লাহ চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
সিলেটে নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর বন্দরবাজারের করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে ডা. জাফরুল্লাহ, জেএসডির সভাপতি আসম রব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী আবদুল মোক্তাদির প্রচারণায় বের হন। তারা মধুবন সুপার মার্কেটের সামনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পরই ডা. জাফরুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি অজ্ঞান হয়ে পড়ে যাবার সময় উপস্থিত অন্যরা তাকে ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাকে পপুলার হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, অসুস্থ হয়ে পড়া ঐক্যফ্রন্ট নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী পুরোপুরি সুস্থ হয়ে ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন। তিনি জানান, সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগকালে বাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ডা. জাফরুল্লাহ। পরে তাকে মীরবক্সটুলাস্থ পপুলার হাসপাতালের অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি গোলাপগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে অল্প সময় প্রচারণা অংশ নেন বলেও জানান নাসিম। তিনি আরো বলেন, প্রচারণায় সময় রক্তচাপ কমে যাওয়া ও ডায়বেটিস বেড়ে যাওয়ায় দুর্বল হয়ে পড়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।