কানাইঘাটে হামলায় স্বামী-স্ত্রী সহ ইউপি সদস্য আহত

35

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সদর ইউপির নিজ গোবিন্দপুর গ্রামে বসত বাড়ীর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত কাল সোমবার আপন বড় ভাই ইউপি সদস্যের হাতে ছোট ভাই ও তার স্ত্রী আহতের খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় ইউপি সদস্য আইয়ুব আলী (৬০) ও আহত হয়েছেন। এ ঘটনায় কানাইঘাট থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গোবিন্দপুর গ্রামের মৃত কাশিম আলীর পুত্র সৌদি ফেরত প্রবাসী তৈয়ব আলীর বসত বাড়ীর জায়গা জোর পূর্বক ভাবে জবর দখল ও পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে তৈয়ব আলীর আপন বড় ভাই বর্তমান কানাইঘাট সদর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আইয়ুব আলী ও তার পরিবারের লোকজন নানা ভাবে হয়রানী করে আসছিল। গতকাল সোমবার ইউপি সদস্য আইয়ুব আলী ও তার পুত্র মুমিন রশিদ গংরা তৈয়ব আলীর দখলকৃত বসত বাড়ীর একটি অংশে ঘর নির্মানের চেষ্টা করলে এর প্রতিবাদ করেন তৈয়ব আলী। এ জের ধরে বিকেল ৪টার সময় আইয়ুব আলী গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তৈয়ব আলী (৫৫) কে। স্বামীকে হামলার হাত রক্ষা করতে এগিয়ে আসলে স্ত্রী আনোয়ারা বেগম ও আহত হন। আহত অবস্থায় তৈয়ব আলী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতাল এলাকায় ইউপি সদস্য আইয়ুব আলী কে পেয়ে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে হামলা চালিয়ে প্রতিপক্ষের লোকজন রক্তাক্ত আহত করে। তাকে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। থানায় আহত তৈয়ব আলীর শ্যালক সেলিম আহমদ বাদী হয়ে ইউপি সদস্য আইয়ুব আলী ও তার স্ত্রী নেহারুন নেছা এবং ২ পুত্র সহ ৭জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পাল্টা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ইউপি সদস্য আইয়ুব আলীর পরিবারের লোকজন জানা গেছে।