ধৈর্য ধরেছিলাম নেত্রী তারই মূল্যায়ন করেছেন -মিলাদ গাজী

67

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী)কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর ছেলে।
সোমবার (২৬ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউ এর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়।
প্রসঙ্গত, এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী বাবু। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের হয়ে অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে প্রত্যাহারের দিন শেষ সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন শাহনেওয়াজ মিলাদ গাজী। উল্লেখ্য এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ৮জন মনোনয়নপত্র সংগ্রহ করে।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী জানান, আমি দলের ক্লান্তি লগ্নে নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেছিলাম, আমি ধৈর্য ধরে আশাবাদী ছিলাম নেত্রী আমাকে মূল্যায়ন করবেন তারই প্রতিফলন ঘটলো একাদশ সংসদ নির্বাচনে।