জাফলংয়ে ভেজাল বিরোধী অভিযানে দেড় লাখ টাকা জরিমানা, ৩ লাখ টাকার নকল প্রসাধনী ধ্বংস

44

কে. এম. লিমন গোয়াইনঘাট থেকে :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়াইনঘাটের জাফলংয়ে ভ্রাম্যামাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক স্পট এলাকার প্রিমা এন্ড খিজির ষ্টোর ও ইউসুব এন্টার প্রাইজ নামক দুটি প্রতিষ্ঠন থেকে নকল প্রসাধনী সামগ্রী মজুত রাখা ও বিক্রয় করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আরও কয়েকটি দোকান থেকে নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রায় ৩ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। এ সময় ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ওসি দেবাংশু দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, পর্যটন কেন্দ্র জাফলং ভ্রমণে এসে কোন পর্যটক যাতে ভেজাল প্রসাধনী কিনে প্রতারিত না হয় সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই পর্যটন কেন্দ্রকে শতভাগ ভেজাল পণ্য সামগ্রী মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরপরও যদি কোন অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল পণ্য ব্যবসায় জড়িত থাকে তাহলে তার বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।