এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

90

সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে ১১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী সামসুদ্দিন আহমদের সভাপতিত্বে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সঞ্জয় কুমার চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ময়ল ভূষন চক্রবর্তী, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্কুটফোর হিমেল রিছিল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রচারনা কমিটির সদস্য ও গ্রামীণ জনকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো. মাহবুবুল হক পাহলোয়ান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ১০ম শ্রেণী ছাত্র শাহেদ আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সঞ্জয় কুমার চৌধুরী উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য করান। বিজ্ঞপ্তি