বিজয়

20

ফেরদৌসী খানম রীনা

বাংলা আজ স্বাধীন হলো
অনেক কষ্টে অর্জিত,
শহীদের ত্যাগের বিনিময়ে
বিজয় হলো রচিত।

মায়ের খোকা সেই যে গেলো
ফিরলো না ঘরে আর,
তাঁর জন্য দুখী মা জননী
চোখ মোছে বারবার।

বাংলা আজ বিজয় হলো
শহীদের অবদান,
তারাই দেশের গৌরব আর
গর্বিত সন্তান।

সোনার বাংলায় আজ উড়ছে
বিজয়ের পতাকা,
মুক্তিযোদ্ধাদের প্রাণের বদলে
একটি চিত্র আঁকা।

বিজয় মানে স্বাধীনতা
মুক্ত হলো দেশ,
নামটি তার অতি মধুর
সোনার বাংলাদেশ।