ওসমানীনগরের সরকারী বরাদ্দ মন্ডপের আয়োজক কমিটির কাছে প্রদানের দাবিতে স্মারকলিপি পেশ

18

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে দুগা পূজার সরকারী বরাদ্দ সংশ্লিষ্ট মন্ডপের আয়োজকদের কাছে প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিভিন্ন মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ। ৪ সেপ্টম্বর উপজেলার বিভিন্ন মন্ডপের আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, উপজেলা প্রশাসন কর্তৃক সার্বিক সহযোগিতা পেয়ে প্রতি বছরই সনাতন ধর্মাবম্বলীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় উৎসব পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি ওসমানীনগর উপজেলায় সনাতনী ধর্মাবলম্বীদের মধ্য উপজেলা পূজা পরিষদরে কমিটি নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা অপ্রচার চালানো হয়েছে। যা দেখে আমরা পূজারীরা বিস্মিত হয়েছি। এ অবস্থায় পূজা মন্ডপগুলোতে সরকারী অনুদান বন্টন নিয়ে উপজেলা পূজা পরিষদ নেতৃবৃন্দের মধ্যে সংঘাতের আশঙ্কা বিরাজমান। যেহেতু পূজা পরিষদ গুলো সরকার নিবন্ধিত কোনো সংগঠন নয়। তাই শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করা লক্ষ্যে উপজেলায় পূজা মন্ডপগুলোর সংশ্লিষ্ট আয়োজক কমিটির কাছে সরকারী অনুদান প্রদানের জন্য উপজেলা প্রশাসনের কাছে আহব্বান জানান বিভিন্ন মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ ব্যাপারে ওসমানীনগর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এখনও কোন বরাদ্দ আমাদের কাছে আসেনি। বরাদ্দ পেলে মন্ডপগুলোর আয়োজক কমিটির মাধ্যমে বিতরণ করা হবে।