সুরমায় নদী ভাবনা শীর্ষক নৌসভায় বক্তারা ॥ নদীকে দখল-দূষণ করে হওয়া উন্নয়ন প্রত্যাখ্যান করতে হবে

31

চলমান বাস্তবতা হচ্ছে বাংলাদেশর নদীগুলো আজ মরণাপন্ন। নদীর সাথে অনাচার চলছে। এ অবস্থায় নদীপ্রেমিকদের স্ব স্ব এলকার নদী রক্ষায় উদ্যোগী হতে হবে। নিজের নদীর সমস্যা নিয়ে ভাবতে হবে। নদীর দখল-দূষণ প্রতিরোধে এককভাবে হলেও প্রতিরোধের ডাক দিতে হবে। নদীর প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টায় কোন বাধা-বিপত্তি দেখলেই গড়ে তুলতে হবে নদীমাতৃক মানুষের আন্দোলন। গতকাল ৩০ সেপ্টেম্বর রবিবার বিশ্ব নদী দিবস পালনের ধারাবাহিকতায় সুরমা রিভার ওয়াটারকিপার ও খোয়াই রিভার ওয়াটারকিপার-এর যৌথ উদ্যোগে সুরমা নদীতে অনুষ্ঠিত বিভিন্ন শ্রেনী পেশার নদীপ্রেমিকদের নিয়ে অনুষ্ঠিত ‘নদী ভাবনা’ শীর্ষক নৌসভায় এ মতামত ব্যক্ত করা হয়। নগরীর চাঁদনীঘাট থেকে একাধিক নৌকা নিয়ে সুরমা নদীতে ঘন্টাব্যাপী ভাসমান এ নৌসভার সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ও বাপার আজীবন সদস্য ড. জহিরুল হক শাকিল। নৌসভায় আয়োজকদের পক্ষ থেকে সুরমা রিভার ওয়াটারকিপার ও সিলেট বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম এবং খোয়াই রিভার ওয়াটারকিপার ও হবিগঞ্জ বাপার সাধরাণ সম্পাদক তোফাজ্জ্বল সোহেল ‘নদী ভাবনা’র সূত্রপাত করেন। এতে অন্যান্যের মধ্যে হবিগঞ্জ বাপার সহ-সভাপতি বাপার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, ভূমিসন্তান বাংলাদেশের আশরাফুল কবির, সহকারি অধ্যাপক নাসরিন হক, শিক্ষক রহিমা পারভীন লিলি, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোস্তুফা কামাল আকন্দ ও শওকত আলী টুটুল, বাপা সিলেট শাখার সংগঠক বদরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ও পরিবেশকর্মী শাকিলা ববি, মুক্তাদির হোসেন, মনসুর আহমেদ, ওসমান গনি রুমি, আমিনুল ইসলাম, রাকিব হোসাইন, বাহাউদ্দিন সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি