সুষ্ঠু নির্বাচনের দাবিতে সুজন’র মানববন্ধন

60

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট জেলা কমিটি। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠি গণতন্ত্রের রক্ষাকবচ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, এডভোকেট নীলেন্দু দেব, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইট্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার।
এ সময় উপস্থিত ছিলেন, কবি একে শেরাম, সংস্কৃতিকর্মী অনিল কুমার সিংহ, সাকের আহমদ শিকদার, সাবেক ব্যংকার সালেহ আহমদ চৌধুরী, বাপার সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কীম, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সুজন’র সহ সম্পাদক মিজানুর রহমান, সদস্য ইউসুফ আলী, এস রীনা দেবী, এডভোকেট মুহিত লাল ধর, তাহমিনা রোজী, লায়ন মিসবাহ উদ্দিন, অ্যডভোকেট সৈয়দ কাওসার আহমদ, রোটারিয়ান দেলওয়ার খান, ব্রাক কর্মকর্তা বিভাস চন্দ্র তরফদার, মো. কায়েম উদ্দিন, এডভোকেট তমাল চন্দ্রনাথ, এডভোকেট কয়সর আহমদ, আব্দুল মুহিত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি