জেলা আ’লীগের ভার্চুয়াল সভায় বক্তারা ॥ শেখ হাসিনাকে হত্যাই ছিল ২১ আগষ্টের মূল লক্ষ্য

18

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দলটিকে নিশ্চিহ্ন করাই ছিল ২১ আগষ্টের হত্যাকাণ্ডের মূল লক্ষ্য। শুক্রবার (২১ আগষ্ট) ভয়াল ২১ আগষ্টের গ্রেনেড হামলার স্মৃতি স্মরণে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে যেভাবে জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল ২১ আগষ্টেও একই উদ্দেশ্য ছিল খুনীচক্রের। ওই দিন স্রষ্টার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে যান।
বক্তারা আরও বলেন, বাংলার মানুষ ধর্মপ্রাণ ও অলি-আউলিয়ার দেশ হওয়ার কারণে দেশের মানুষের সেবা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। গণতন্ত্রের অভিযাত্রায় সব প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে বক্তারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
জেলা আওয়ামীলীগের ভার্চুয়াল সভায় ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভী রহমানসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও গ্রেনেড হামলায় নিহত এবং আহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুতফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী’র সহকারী একান্ত সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, নারী নেত্রী ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আশফাক আহমেদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন পিপি, সুজাত আলী রফিক, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুয়ামুন ইসলাম কামাল, শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক শিক্ষা সম্পাদক কবির উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সাবেক কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সাবেক সদস্য এডভোকেট আজমল আলী, আখলাকুর রহমান সেলিম, শহিদুল ইসলাম শাহিন, বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দাল মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের অন্যতম নেতা এ কে এম শামিউল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের অন্যতম নেতা আব্দুল কুদ্দুস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক ও বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার আজিজ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লুৎফুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ লিয়াকত আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর,গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল,কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম আল মিজান, জকিগঞ্জ পৌরসভার মেয়র খলিল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, জেলা যুবলীগ সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমদ, জেলা তাতী লীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ। বিজ্ঞপ্তি