সুশিক্ষা মানুষ ও দেশের সম্পদ – আব্দুল মালিক

53

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক বলেছেন, সুশিক্ষা মানুষ ও দেশের সম্পদ, দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষিত জাতি গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের সত্যিকারের মানুষ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে তোমাদেরকে মনযোগ সহকারে লেখাপড়া করতে হবে।
রবিবার সকালে নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স কলেজের এইসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কলেজের অধ্যক্ষ নাজির আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক সুমন আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মঈনুল ইসলাম দুলাল,কলেজের পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দেব,মন্টু চন্দ্র রায়,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাস, ছনি চৌধুরী, দাতা সদস্য সতারা বেগম, বিশিষ্ট সমাজসেবক মাহমুদ চৌধুরী, আব্দুল আলীম,রতন চন্দ্র দাশ,দ্বীপ শংকর রায়,শারমিন জাহান শীলা,রাবেয়া সুলতানা,ডলি বনিক, সহ আরও অনেকেই। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।