ছাতকে যুবকের ক্ষুরের আঘাতে আহত ৩

18

ছাতক থেকে সংবাদদাতা  :
ছাতকে প্রতিপক্ষ এক যুবকের ক্ষুরের আঘাতে ৩ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত দু’যুবককে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের ব্যস্ততম এলাকা হাইস্কুল মার্কেটের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম ও মাসুক মিয়ার পুত্র অভির সাথে পৌর শহরের মন্ডলীভোগ এলাকার কৃপেশ চক্রবর্তী বেছুর পুত্র কনক চক্রবর্তীর তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কনক দৌড়ে গিয়ে স্কুল মার্কেটের একটি সেলুন থেকে ক্ষুর নিয়ে এসে জাহাঙ্গীর ও অভিকে এলোপাথারি আঘাত করতে থাকে। ক্ষুরের আঘাত যুবকদ্ব এ সময় মাটিতে লুটে পড়লে কঁনক ঘটনাস্থল থেকে পালিয়ে সুজন মিয়া চৌধুরী সড়কের একটি বাসায় আশ্রয় নেয়। ক্ষুর নেয়ার সময় সেলুনের মালিক কালারুকা ইউনিয়নের পীরপুর গ্রামের মাখন চন্দের পুত্র বেনু চন্দ(৫৫) বাধা দিলে কনক তাকেও ক্ষুর দিয়ে আহত করে। আহত জাহাঙ্গীর(১৮) ও অভি(১৭)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সন্ত্রাসী কনক আশ্রয় নেয়া বাসাটি স্থানীয় জনতা ঘেরাও করে ফেলে। অবস্থার বেগতিক দেখে স্থানীয় কাউন্সিলর তাপস চৌধুরী ও ইউপি সদস্য মতিন মিয়া পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে কনককে গ্রেফতার করে নিয়ে যাবার পথে উত্তেজিত জনতার হামলার শিকার হয় কনক। পরে তড়িগড়ি করে ঘটনাস্থল থেকে ফোরষ্ট্রোক যোগে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। আহত বেনু চন্দকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।