ওসমানীনগরে দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

40

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
ওসমানীনগরের তাজপুর সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটারধিকার প্রয়োগ করেন। রবিবার সকাল ১১ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে বিকেল তিনটার মধ্যে ভোট গণনা শেষ হয়। নির্বাচনে সাতটি পদের মধ্যে তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য চারটি পদের বিপরীতে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, সাংগঠনিক সম্পাদক পদে দুই ও কোষাধ্যক্ষ পদে দুইসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬২ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। বিকেল সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তাজপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব- রেজিষ্ট্রার সুলতান মো: ইউনুছ। দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সায়েক আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল হোসাইনের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন- দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতান মিয়া বাদশা, তাজপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বর্তমান চেয়ারম্যান ইমরান রব্বানী, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, দলিল লেখক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক এম ইকবাল, সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ লোকমান ও সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- উজ্জল ধর, শামীম আহমদ, শিপন আহমদ, কয়েস মিয়া, জয়নাল আবেদীন, রনিক পাল ও কবির আহমদ প্রমুখ।
নির্বাচিত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে আলহাজ্ব আব্দুল খালিক পেয়েছেন ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তার মিয়া পেয়েছেন ১১ ভোট ও নূরুল ইসলাম পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার আহমদ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অঞ্জন কুমার দাশ পেয়েছেন ১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জয় কুমার দে শক্তি ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাহমদ পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে আব্দুল লতিফ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস ছালাম পেয়েছেন ২৮ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন-প্রচার সম্পাদক পদে নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক খালেদ আহমদ ও ক্রিড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে নবেন্দু পুরুকায়স্থ চঞ্চল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- তাজপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব- রেজিষ্ট্রার সুলতান মো: ইউনুছ। রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন- অত্র অফিসের অফিস সহকারী আব্দুর রব ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন- অত্র অফিসের নকল নবিস মতছির আলী মোল্লা। তাজপুর সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি পদে নির্বাচিত আলহাজ্ব আব্দুল খালিক, সাধার সম্পাদক পদে নির্বাচিত আক্তার আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত সঞ্জয় দে শক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- সম্মানিত ভোটারগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করায় আমরা তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলিল লেখক সমিতির নেতৃবৃন্দকে সুসংগঠিত রাখতে এবং দলিল লেখকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে, দলিল লেখক সমিতির সদ্য নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন- সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি সুন্দর আলী খান, সহ- সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক, যুগ্ন-সম্পাদক শাহ রায়হান আহমদ, অর্থ সম্পাদক দিলাউর রহমান মুকিদ, সাংগঠনিক সম্পাদক ঝুটন পাল, দপ্তর সম্পাদক রাজন মিয়া, প্রচার সম্পাদক ফারুক মিয়া, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক আকবর আলী, সদস্য কার্তিক পাল অসক ও শফিক মিয়া, প্রমুখ।