সুন্দর সমাজ বিনির্মাণে আল কোরআনের আইন মেনে চলতে হবে ———————– আল্লামা হুছামুদ্দীন ফুলতলী

74

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, খোদার রাহে জীবন পরিচালনা করা মুমিন জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এর মাধ্যমে ব্যক্তিজীবন আলোকিত হওয়ার পাশাপাশি গোটা সমাজ হয়ে উঠে সুশৃঙ্খল। সত্য ও শান্তির ধর্ম ইসলাম প্রচারে এদেশে যুগে যুগে পীর আউলিয়াদের আগমন ঘটেছে। যাদের পরশে খোদায়ী বিধান জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি নিশ্চিত করতে আল্লাহ ও তার রাসূল প্রদত্ত পথে সকল মুসলমানগণকে চলতে হবে। তিনি সুন্দর সমাজ বিনির্মাণ ও ব্যক্তি জীবনকে আলোকিত করতে আল কোরআনের আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান। আল্লামা হুছামুদ্দীন চৌধুরী গত বৃহস্পতিবার রাতে ওসমানী নগর উপজেলার চিন্তামনিস্থ কবরস্থান সংলগ্ন মাঠে আয়োজিত ঐতিহাসিক ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশকালে উপরোক্ত কথাগুলো বলেন।
চকবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম। যুবনেতা ফরহাদ আহমদের পরিচালনায় মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল ফেসানী ইসলামিক মিশন বাংলাদেশ এর মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন ছালেহী, ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান ছালেহী।
বয়ান পেশ করেন মাওলানা আলিম উদ্দীন ছাহেব জাদায়ে বর্ণী, নকশী বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মাওলানা তাইজুল ইসলাম ফয়েজ, ফরিদপুর দারুল হিফজ মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুছ, মহানগর তালামীয সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, নবীগঞ্জ নহরপুর শাহজালাল (রা:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, হাফিজ কাপ্তান আহমদের খতমে খাজেগান এর মাধ্যমে সূচিত মাহফিলে সংগীত পরিবেশন করেন শাহজালাল শিল্পী গোষ্ঠীর পরিচালক সুলতান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি