ভোটের তারিখ বলায় অর্থমন্ত্রীর সমালোচনায় সিইসি

28

কাজিরবাজার ডেস্ক :
আগামী জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য দেয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা। বলেছেন, মন্ত্রীকে এ কথা বলতে বলেননি তারা।
অর্থমন্ত্রীর বক্তব্যের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘ফোরাব অব ইলেকশন ম্যানেজম্যান্ট বডিস অব সাউথ এশিয়া’-ফেমবসার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
নুরুল হুদা বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচনের যে তারিখ জানিয়েছেন, তা জানানো তার ঠিক হয় নাই। তার বলা উচিত হয়নি। আমরা তাকে এই তারিখ বলার জন্য বলি নাই।’
অন্য এক প্রশ্নে সিইসি বলেন, ‘কেন তার (মুহিত) সাথে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা করব? এটা তিনি ভুল বলেছেন পরিষ্কার কথা।’
আগের দিন সচিবালয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার হবে বলে জানিয়েছিলেন। এ সময় তিনি ২৭ ডিসেম্বর নির্বাচন হবে বলে শুনেছেন বলে জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের সাথে কথা বলে জেনেছি তারা প্রস্তাব দিচ্ছে ২৭ ডিসেম্বরের নির্বাচন করার জন্য। ডিসেম্বরের খুব বেশি ডেইট নেই, আজকে শহীদ দিবস বিজয় দিবস অনেক কিছু থাকে। আমার মনে হয় দুই তিনটা ডেইট ছাড়া পাওয়া যায় না। ২৭ তারা করেছে, ২৭ এ নির্বাচন হওয়ার চান্স খুব বেশি। এখনো নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেনি, ঘোষণা করলে সুনির্দিষ্ট দিন পাওয়া যাবে।’