ভোটের ছড়া

15

ওবায়দুল মুন্সী

পোস্টারে ছেয়ে গেছে
কিছু কিছু নগরী
লেগে আছে কাগজী ধান্ধা,
দেখি সব চেয়ে চেয়ে
মনেমনে ভাবছি
আমি এক অভাগা বান্দা!

কতোরকম মার্কা
বোতল ও ডালিমে
উটপাখি আকাশে উড়ছে,
আনারস, ধান আছে
চোখে ভাসে নৌকা
শুন্যে হাতপাখা ঘুরছে।

প্রার্থিরা ঘরে ঘরে
গিয়ে ভোট মাগছে
জনে জনে হাত-পা ধরছে,
হার-জিত নিয়ে খেলা
খেলারাম খেলছে
ক্ষেপে গেলে জনগণ মরছে!

ভোট যদি লুঠ করে
কভু কোনো নেতাজী
জোর করে বসবে আসনে,
একদিন খাবে ধরা
কমে গেলে শক্তি
হবে না কোনো কাজ ভাষণে।